তবু আমি শুনেছি
বাধভাঙা দ্বার জুড়ে
শৈবলিনীর মতো তোমার বাসর সেজে--
বসেছে, দীঘল মায়াবী
রাতেরা দৃষ্টি পাশাপাশি
বন্দর ছোঁবে বলে কত সাধে
গুছিয়ে মঞ্জরী
শুয়েছে বাধের উপর জলের বিছানা পেতে---।


স্বপ্নেরা সার বেধে তোড়ণের মতো আহ্বানে-
রেখেছে সাদর প্রেরণা হৃদয়ের কাছাকাছি
তোমার ইশারা কত বোল্ড সিসিটিভি দেখে-
করেছে বিন্যাস,সশরীরে হাত----।


তোমার হৃদয় খুঁড়ে অমলিন ব্যাদান নেশা,
মুছে যাওয়া কিছু অধ্যায়-
লিখবে বলে কালের পাতায় সংগ্রহে-
ভাসিয়েছে অনাগ্রহে খেলার পৃথিবী,
ওরা সব আগ্রহী মত্স শরীর
তুমি তাই জলচর ।
আদিম টান পারেনি ফেরাতে
এ পৃথিবী ভালোবাসাময়।
যতটা কেটেছে নেশায়
প্রেমে তো কাটেনি
যতনা সেধেছে মত্ততা
আসেনি তো ভালোবাসা হয়ে।
এ খবর জেনেছে বিশ্বময়
তুমিই জানোনি--
বুঝেছে যা মানুষেরা সহজাত
বোঝেনি সে তোমারই অন্তর।