সম্পর্কগুলো বড় গোলমেলে আজকাল
        কোথায় কে ছড়িয়েছে ভ্রান্ত প্রলাপ--
চোখ ছিল স্নেহ-প্রেম পিতৃ স্নেহাতুর
চাটুকার তোষামোদী কাম্ হেনে বিস্তর
     দিয়েছে রুষ্টকার প্রমাদ,বিপদ।
স্বজনের যে ছিল অতি সমাদর
  কূট চালে মোহাচ্ছন্ন হৃদয়ের দ্বার--
যত যাই কাছে দূরত্ব ঘোচাতে
যেন সরে যায় লেনদেন,বুঝি বেশ
কোথাও রয়েছে তার হৃদয় বন্ধণ-
চাই যারে খুব কাছে সে-ই দেয় ফাঁকি--
হায় প্রেম, খুব গোলমাল লাগে আজকাল
        ভাবি যদি বাসবো ভালো এইবার
রাশি তার প্রমাদ বিবাদ আগলায় দ্বার।
হেসে যার করি সমাদর,বিপদ বাড়ে-
    সেই হাসি মোহ্ হয়ে ফেরায় কদর--
সব যেন মিলেমিশে কি এক প্রথায়
তালেগোলে সম্পর্কের করে অবক্ষয়--
  ভরে দেয় সমাজ তিক্ততা,সম্পর্কের ঋণে-
ঢেলে দেয় বিষের ওজর কোনো চাটুকার।
  মেরে দেয় একে একে সম্পর্ক সুন্দর।