জ্ঞানহীন এ অভিজ্ঞানে শর্ত আছে রাখা
মগজ মেরে  দাসত্বেরই পূর্ণ  কর প্রথা।
কি চেয়ে কি পেয়েছো, লিপ্সা মনোস্কাম
সঁপতে হবে হৃদয় তোমার সদ্য সরঞ্জাম।
কাব্য কথা মুড়িয়ে মাথা মগজ  জলাঞ্জলি
বন্ধ ঘরে লুব্ধ ভিসায় প্রেম দরিয়ার হোলি।
দাসখতে ঐ শর্ত বিকোয় তোমার অবস্থাণ
কুন্ঠিত তাই দাসের দাসী তোমার পরিত্রাণ।
কিনছো মাথা ছড়িয়ে কথা তেলের অজুহাত
ঢলছে বিবেক টাকার দরে মুন্ড কুপোকাত্।
চলছো পথে বলছো না আর আপন সংস্কার
বিকিয়ে  বাণী  বধির  তুমি  নিঃস্ব পারাবার।
পরের হাতের পুতুল প্রলাপ বেশ তো পরিচয়
তোমার  হৃদয়  চলছে  সেথা যতেক সংশয়।
কিনছো সে জ্ঞান অভিজ্ঞানের ছড়িয়ে যৌতুক
বন্ধ  ঘরে চলছে  জবাই নামের  ঘাড়ে কোপ।
যতই  কেন  হওনা   দামী  পরিত্রাণী  সভায়
ছুটতে হবে সব ফেলে ঐ দুহাত জমিন পালায়।