এমন কাছে এলে কেউ
          ভালোবাসা হবেই,নিরেট অন্তর।
          হাওয়ায় শরীর মেলে চেয়ে উত্তাপ
      জীবনের জমাট হৃদয়,কিছুটা গলে গেলে
          ঐশ্বর্য্য হয়ে যায় একঘেয়ে দিন।
              বিমোহিত রঙ চেয়ে তার
       ওদেরই মতন আলগোছে মেখে নিতে-
     যদি অকারণ ভাললাগা হই,দোষ কি আমার
       যদি বলে, মেরুণ শাড়ী শোভাময় তুমি
           কাজলের দীর্ঘ গভীর চোখ তুমি-
       আমি অপারগ মেনে নিতে নাড়ী স্পন্দন,
               অমানুষ বোল না আমায়-
      কাছে এলে সে, চোখ যদি হয়ে যায় স্থির-
           মুগ্ধতা মেলে দিয়ে বিমোহ অন্তর,
                  সাজা দিও মেনে নেব----
     ওর অহেতুক আসা যাওয়া নেশা দিয়ে গেলে,
               আমায় কোরনা দোষারোপ-
         বিবাগ মন সহসা কষে বেধে দিলে কেউ
             অসহায় আমি,এসে যায় প্রেম।
    তার কাছে,শুধু তার কাছে মনে হয় রাখি বিশ্বাস।