একজন আমায় ভালোবাসার কথা বলেছিলো
ছবি দেখেই-------ফেসবুকে কমেন্ট ছিল,কিউট,সেক্সি।
তখন স্বামী সংসারে পরিপূর্ণ মধ্যবর্তী গৃহিনী আমি
জানতে চাইলাম কি দিতে চাও ?
জানালো,' নিভৃতের অন্ধকার'------তখন আমি অঙ্কশায়িনী
চোখ টিপে ওর মৃদু সম্মতি----'দ্যাখোই না'---
আমি সানন্দে তুলে দিলাম ওর হাতে সব
বছর আঠারোর বখে যাওয়া ছেলে,দু কলম লিখেই---
ধরাকে সরা জ্ঞাণ----- হুশ নেই মা বোন---
সে কি উচ্ছাস, দ্বন্দ,চ্যাটে আর মনে
দৃঢ় হচ্ছে সংযম হেস্ত নেস্ত চাই ,আজই।
জমেছে তুমুল খেলার আসর------!!
মৃদু আলোটা তখন তীব্র ফোকাস আর--
মাঝ মাঠে ছোড়াছুড়ি বল আর জেতার আশ্বাস,
চোখ মুখে ব্যাঙ্গের প্রকার,ওঠানামা হার্টথ্রব--
আমি দেখছি না, দেখতে চাইছি না আদৌ।
সেক্সোমিটার পারদ চড়েছে তীব্র
চাইছে খোলামেলা ছবি,উন্মুক্ত উদোম----!!
বাদানুবাদ ক্রমে নিভে গেল অনলাইন আলো--খেলা স্টপ্!
বজ্র চোয়াল ছুড়ে ফেলে ল্যাপ মুক্ত জয়ের উল্লাস-----
'বাস্টার্ড'- বলে কিনা---------সেই রাত প্রতিবাদ ছিল।
সেই রাতে দেওয়া ছিল ফিরে সম্ভ্রম
আমরা দুজন খেলেছি উদোম মাঠে
সেই রাত আঠারোর আমরা দুজন-
জ্বেলেছি আগুন বহ্নি উত্সব জাগরণ
সে বালক প্রথম এসেছে বহুদিন পর
প্রতি রোমে রেখে দিয়ে মৃদু শিহরণ
বলেছে শতবার-------
      ভালবাসি,ভালবাসি,ভালবাসি।