ভাসছে আমার ঘুড়ির আদল শখের পুরষ্কার
যত্ন  অনেক  সেই  শিশুকাল  স্বপ্ন পরস্পর।
বাদল কালো,শরৎ গেল,শিশির পেজা মেঘ
উড়ছে  আজও বাস্তবের ঐ  ছিন্ন সে আবেগ।
জন্ম নিয়ে কোল জোড়া কোন্ শিশুর অলঙ্কার
মা দেখেছেন  কপাল জোড়া চাঁদেরই বাহার।
বাবা দিলেন  সফল  মানুষ আশীষ বারংবার
সেই  নিয়মে মানুষ গড়ায় খেলার  তেপান্তর।
রাত্র দিনের সূত্রে  ফাঁকি খেল খেলোয়ার দল
উড়ছে যাবৎ ভাব্ ইমারত আমমানুষের ফল।
ভাবছে  মায়ের স্বপ্নজোড়া স্বপ্ন  সিঁড়ি  বেয়ে
যাবেই সে কোন্ তিনভুবনে  প্রত্যাশিত হয়ে।
ভোর হবে এক আজব জগৎ ঘুঁচবে হাহাকার
সাজিয়ে আমি দিচ্ছি  কেমন  মায়ের উপহার।
সব পেয়েছি বাপ মায়ের ঐ ভাবনাগুলোর ফল
উড়ছে আজও  দূর গগনে ভাসিয়ে অশ্রুজল।
ভাসছে সাথে মুখ মুখোশের যতেক ভবিষ্যৎ
খুনসুটি  মেঘ  দিচ্ছে গড়ে  আজব সে জগৎ।
মেঘ সাগরের ঘূর্ণি প্রবল টানছে আমায় স্রোত
কাল নিয়েছে,টানছে আজও লুপ্ত বিবেকবোধ।
যে  যার  গাঙে লুপ্ত  প্রাণে উড়াণ ঘুড়ির ছায়া
বাপ মা আছে নেই হাসিমুখ, স্বপ্ন সত্যি হওয়া।