জীবন কি ? প্রহরের খাতায় গতির নিটফল।
এই আমি কি ?  স্থান অধিকৃত এক স্বত্তা-
   এই স্থান কি ? আমার বিশিষ্ট পরিচয়-
আর তুমি ?  এক মহান প্রশস্তি ও ব্যপ্তি ।
      আর, আমাদের সম্পর্ক?
    সে এক মোহের কারণমাত্র ,
  টান মেরে ছিড়ে নাড়ী বন্ধণ মুক্ত হয়ে,
     জগতব্যাপী দীর্ঘ ব্যপ্তির মিলন ।
     ছেড়ে যাবো আমিকে অন্য আমি
      মুছে যাবো সম্ভ্রম কালের সংস্কার
          কষ্ট হয় মেনে নিতে,ছেড়ে যেতে-
            নেই আমি সীমিতের বোধে।
  একে একে উদারতা,প্রসারতা,আসক্তি শেকড় টানে
               আমি শৃঙ্খলিত দ্বার খুলছি    
            ধূ  ধূ বালুস্তর গোত্রহীন,
সম্মিলিত প্রেম স্নেহের কালের পুরুষ-
     ব্যাপ্তির শিখা হয়ে সূদুর প্রশাখায়
অনাবাসী মর্ম গভীরে ছড়িয়েছি দুরাশার জাল...।
            
ছাপ মুছে ধূসর বেলায়
তীব্র প্রকট বিবর্তন প্রতি ইট পাঁজর খাচায় আজ,
  ফেলে দেব ধ্বজা ইট আঘাত ভাঙা পরিচয়
   অধিকৃত স্থাণ নির্মাণ চায় নতুন জগৎ
মুছে যাওয়া আমি মহান ব্যপ্তি চাই, দিগন্তবিস্তৃত
     মেলে দেব কালের বিষাদ-বীর্য্যময় মহান পুরুষ
       আমাতে মগ্ন হও। একান্তে------