জীবনাবর্তে দেহাত্ম প্রেম কিছুটা বিস্বাদ!
সংসার নোনাজলে চুবিয়ে ফের তোলা,আবার চোবানো-
                টানোপোড়েনের হয়রানি সয়ে সয়ে-
ফিরে গেছে রঙীণ বাসর,আবর্তের নোঙর নিয়ে গেছে-
   স্বপ্নীল কাঁচঘর ছুঁয়ে দেখা বিনোদন,
  গেরস্থালীর বাইরে কেউ ছিল হয়তো
সেই পরবাসী উদ্ভিন্ন যুবক-
   কামরাঙা মন তার প্রেম থই থই
গোধূলির সন্ধ্যায় এঁকেছিল বিমূর্ত ছবি
  নক্ষত্রিত পূর্ণ আকাশ আর-
     নকশিকাঁথার পুরো কথা-একটা বাস্তব সূর্যও-
বলেছিল,' আঁধার নামলে বুঝে নিও-
     ছুঁয়ে গেছে ব্যবধান মৃত ভালোবাসা "।


নীরবতার বিচ্ছিন্ন আকাশে লেন দেন,
   নতুন আলোকমালা এনেছে জোয়ার-
ছুটে গেছি খোলা ছাদ মেলে দিয়ে উতল আঁচল
  বলেছি,' হে,ধরা দাও নির্দ্বিধায়,
দ্যাখো আমি সরিয়েছি চেতনা জঞ্জাল
এড়িয়েছি গোলোকিত বন্ধন, অস্তিত্ব সংকট-
খুঁজে নিতে দাও পরমার্থ ওই সুগন্ধী নির্য্যাস!!
তোমার নকশিকাঁথার ঘোরে ভুলে গিয়ে পথ
   বুঝে নিতে দাও নিক্তি ওজনে-
ঘুর পথে আলো আঁধারির প্রকৃত সমতা কতখানি"।