আরশির আবেগে সাজি কত রুপ
সাজায় প্রহর যেন ঢেলে মন- সুখ।
ফুটে ওঠে প্ররোচিত জীবন অধ্যায়
উচু নীচ খুঁত যত মেকআপে পুরায়।
রুপসী কে, শ্রেয়সী ও প্রেম অনুরাগী
আরশির সমাধান ও আমরা বিলাসী।
কত কথা আকূলতা প্রহরী আবডালে
উঠা, পড়া  ঘাটতির  সততা বুঝালে
কমে যায় প্রেম কেলি দুরাশা কবলে
কোথাও ভঙুর কাঁচ অতি খেলাচ্ছলে।
আশ্বস্ত না হয়ে যদি  চাও  প্রতিকার
আপন অন্তরে খোঁজ আরশি বাহার।
সুন্দর হৃদয় যার সু-শোভিত কাঁচে
হৃদয় ফলক সদা  সুন্দরী বিরাজে।
কাঁচের স্বর্গে  থাকে  ত্রিস্তরীয় ভাব
প্রতিচ্ছবি  শরীরের  সজ্জার  বৈভব।
জীবনের সাজঘরে কে বিশ্রী,সাদর
দৈন্যটা বলে দেয়  কাঁচের  প্রকার।