হৃদয়ের প্রশস্তি মেলে কিছুটা তোমায় দেবো বলে
               এগিয়েছি যেই সে জনের চোখে জল,
   নিশব্দ করুণ দৃষ্টি কি যেন বোঝাতে চেয়ে---
         থেমে গেল প্রেক্ষাপট রুদ্ধ বাক্যালাপ
           থমকে গেল কলা কুশলীর হৃদয়ী সংযোগ।


তোমায় কিছুটা দেখতেই বাদ সাধল সে
     হাজার বিদ্বেষে বিঁধল আমায়,
   অনুভবে বুঝিয়ে দিল এলাকা তখনও--
হাজারো অভিযোগ রেখে গেল স্বীয় অধিকারে।


আসলে আসতে চেয়েই দোষ হল আমার
     প্রভাব বোঝাতে গিয়ে দখল করল সে--
অনেকটা যুগ আর নিমেষের তদ্বির
  ওভাবে নয় ফিরে যাবো প্রগতির পথ ধরে
শেষের ঐ দামী চৌকাঠ থেকে শুদ্ধ দরজায়,
   তুমি তুলে নাও নিজ সংস্কার----
আর বলে রাখি শোনো,সে-ও মগ্ন তোমায়--
    গভীর ভাবাবেগে,ঢেলে দাও ঐহিক মোহ্।