তোমায় দেখার আগে আমার
একটা গোলাপ যুগ ছিল--তার চিকন রোদের
নীরব অধ্যায়ে ফুটে উঠত কয়েকটি অনবদ্যতা
অনেকটা শিশুকালে
ফড়িং ধরার সুখ
আর উপলব্ধি।
তোমায় দেখার আগে একটা গল্প ছিল
বসন্তের আশ্বাস আর অথৈ শ্রাবণে
অঙ্কুরিত চাওয়া পাওয়ার
একটা নিঁখুত গল্প।
তোমায় খোঁজার আগে
একটা অনুসন্ধিত্সু মন ছিল
গবেষণার চাইতেও পরাক্রম
ল্যাবে রসায়নে জারণ বিজারণে
যার আদল কদাচিত্ মিলে যেত।
একদিন সেই গোলাপ যুগ,একটা গল্প,
অনুসন্ধিত্সু মন আর
কল্পনা বাস্তব মিলেমিশে একাকার
আমার প্লাবনে তুমি
হাজার জলের স্রোতে
আমার প্রান্তর জুড়ে
নিমীলিত কাহিনীর যাতায়াত
এত অলংকৃত তুমি তবুও-
ভাটার প্রহরে বিদ্যমান একাকী
দিব্য এই আমি।