ভুল  করে কি দ্বন্দে  মনের ছন্দ ফোটে
নাগপাশের ঐ স্তব্ধ তিমির আঁধার কাটে
একলা মনের দুন্দুভিতে খন্দ বাধে বাস
ছন্নছাড়া  আনাগোনা  ধন্দ  বারো  মাস।
খাপছাড়া কে আলগোছে ধায় আলবোলে
আকূল  দৃষ্টি  ছড়ায়  মনের  হাল  ভুলে।
একটানা সুর আঁতুর  ঘরের  প্রাক্ প্রসব
যাচ্ছে বলে,তোমরা কি কেউ সেই গরব--
উড়িয়ে  ধূলো বেচালগুলো  মরচে পায়
করছে  কবুল  ধর্মনাশের  ক্লেদ  সদায়।
কথার অলি সাজিয়ে ডালি কাব্য চতুর্পাশ
ভাসছে আমার ঠেকনা দেওয়া নম্র বিশ্বাস।
পুড়ছে কথা ঘুরছে  দারুণ  ঠেকার ঝঞ্ঝায়
কমছে কদর বিরাগ প্রহর ফেলনা হয়ে যায়।
ছাইপাশের এই জমিন ঘেরা ঘুঘুর যাতায়াত
গড়ছে কথা,থামছে প্রথা সদাই বে-বনিয়াদ।
লিখছি আবোল সাজছে কারা নিঁখুত অলংকার
জুড়ছে কেন সেরার রসিদ আজব নির্বিকার।
জোর করে  স্রোত নদী, সাগর  ঘর  জুড়ে
করছে  বিবাদ বেহেড মাতাল মন ঘিরে--
একলা আমার  বিবাগ  হৃদয়  মাতলামী
বানায়  আমায়  কাব্যকথার  আশমানী।