ভাসিয়ে দিলাম কুড়িয়ে নিলাম বর্ষভরা খাতা
ডুব দিয়ে  মন  বিদায় কালের পুঁজি প্রসন্নতা।
হাত ধরে  মন ডুব  দিয়েছি কালের ঘরে পিছু
হৃদয়  ছেঁচে  রঙীণ  পাতায়  জমা খরচ কিছু।
সেই প্রভাতের স্বপ্ন ছিল  অনেকটা  আসমানী
প্রবাল,ঝিনুক শুক্তি খুঁজে সিন্ধু জোয়ার আনি।
জোয়ার এল প্রবল ধারায় ভাসিয়ে নিয়ে মন
পেলাম সাবেক প্রাণের সারা আকূল আমন্ত্রণ।
খিড়কী থেকে আরেক জগত্ বন্ধু আমার প্রাণ
পেলাম আরো হৃদয় জড়ো অসংখ্য সাম্পান।
একলাটি মন দাঁড়িয়ে ছিলাম উদাস বিষন্নতা
হাত ধরে মন ডাক দিলসেই আকাশ প্রফুল্লতা।
সাম্পান সাজ সাতটি  তরী আসর ভরা সুজন
ঢেউ আসে যায় ক্ষণটি ফুরায় ভাটায় অলংঙ্করণ।
প্রাণ পেল কেউ হারালো ভাঙা গড়ার মেলায়
ব্যস্ত নদী পারের ভাঙণ নতুন গড়ার খেলায়।
দুকূল প্লাবন জোয়ার ধারা কূল হারা কে হায়
স্বজন  পেয়ে  বেজায় খুশী ঘর বাঁধে ঐ বায়।
আসর প্লাবন আলোক ধারা কোন অঙ্গণে কার
ঢালছে প্রিয়  জোছন রাতি  প্রাণের  পুরষ্কার।
শখের ঘোড়া ছুটিয়ে পিছু আসমানী সাত রঙ
ফুরিয়ে  গেল  বেবাক বেলা  বছর অতিক্রম।
রাত্রি মাঝে অবাক সাজে যেই শুধালেম কিছু
আবছা ছলে  উধাও  হল  সূর্য অস্ত পিছু---।
ওগো,একটি গোটা বিশ্ব আছে সঙ্গে নিয়ে যাও
সব দিয়েছি এক জনমের ফসল ভরা নাও--।
একটু  সবুর  পরাণ বন্ধু  হৃদয় দিয়ে বাও
সুজন  সখা পরশ তথা হাত বাড়িয়ে দাও।