কুয়াশা হৃদয় আর অসহায় মৃত্যুর যন্ত্রণাকাতর লাশে
   ককিয়ে উঠল আরো একটি প্রসবিত প্রহর
  বেজে উঠল রোমাঞ্চ নৃত্য,আনন্দের বর্ষবরণ--
সেজে উঠল শহরের আবালবৃদ্ধ
আমারও শখের রিমঝিম উতলা মন
      আহ্ নিউ ইয়ার !!
   হৃদয় থেকে ঝড়ে যাচ্ছে এক একটি কালের সাধনা
আঙুলের মোহ্ হয়ে কত তুচ্ছ সরজ্ঞামের কাল্
বেলা ঘিরে নাহ্ হয়ে মুঝ্যমান সাধের রঙবদল
আর আমার চারপাশে হতাশার কিছু চাপান উতোর
গৈরিক সন্ন্যাটার যবনিকা আড়ালে স্থির প্রস্তর-
    এক একটি পাপড়ি খসা ঝড়
   উদভ্রান্তির অধ্যায়ে স্থিত,      
যুগের পরে যুগ যন্ত্রণার আতুরে যন্ত্রণার জন্ম
আবার কৈশোর,যৌবন পেরিয়ে বার্ধক্যের উপন্যাস--
আর উল্লাস বরণ বেড়েই চলা ।
চাপা পরে থাকে অসম অধ্যায়
প্যালেস্তাইন আক্রমণ !
বিদ্ধংসীর চির আক্রোশ !
মুমূর্ষের খেদ আর
শেষ প্রান্তে বঞ্চিত স্বগত সভ্যতা।
আবারো লাশের গন্ধে বাতাস হিম
বন্দনা তীব্র হয় আরো
  কিছু পর্বে ।
বয়ে যায় আমাদের দগ্ধকাতর হৃদয়হীনতা-
সাথে মনীষার ধাতস্থ প্রলয়লীলা
চলেছি প্রেক্ষাগৃহে রমণীয় উত্সবে
হৃদয় আবর্তে বুলিয়ে কিছুটা উদযাপন
মেলবো রঙীণ উড়াণ--
পাপড়ি সৌরভ মেখে নিলে হৃদয় বদল--।
রইবে মৃত্যুর পরোয়ানা,ছলে বলে কৌশলে
মেখে নেব রঙীণ আঁতর রেণু
উত্তাপ রমনের কল্কে--
যাবো অন্য সভ্যতায়,অন্য মতান্তরে এমনি করেই।