তোমার নাগরিক বুকের সবটুক বেদনা নিংড়ে
হেরে গেছে যে দৈন্য আমাদেরই বোনা ঘরে--
দ্যাখো আমি তার বিজয় বপন করেছি গর্বে
তুমি আলোর দিকের ঘ্রাণ নাও মাধুকরী শুদ্ধতায়--
আমারও বিরহের কিছু ইতিহাস
কিছু অবিন্যস্ত স্তর ঘিরে
আসা যাওয়া ছিল সেদিনের পর্বে--
আমিই, অন্তিম হওয়ার মধ্যের পর্বে
অস্তিত্বের সংকটে আগুন আর মানুষের পদার্পনের
প্রথম সংগীতের ব্যবচ্ছেদ শুনেছি প্রথম
দেখি তুমি বেসামাল শুয়ে আছো দাউ দাউ,
বলেছি রাতভর রমণের ঝড়ে নিভন্ত তাপে
তোমার খাদ্য আড়ম্বর স্তিমিত রয়ে যাবে
তুমি অভিলাষী হও----
স্বীকার করো প্রথম আবিষ্কারকে
নখ ছোঁও আদমের
প্রথম দ্যোতনা ফল
বলেছি আমিই-----।
তোমার আবিষ্ট ছিল প্রেম
পুড়ছিলে তুমি
নিলাদ্রী লকলকে পরকীয়া
কেমন চটুল শরীরে শব হয়ে মিশে যায় বেদনারা।
তুমি,আমি,আমাদের সব
অথচ তখনও আমরা কেমন
ভালোবাসায় মত্ত।