মাটির কাছাকাছি রয়েছি পাশাপাশি
হাজার কাঁটাময় তাইতো দ্বন্দভয়
স্বাধীন ইচ্ছেরা দিচ্ছে শুধু তারা
কতটা পথ শেষে তোমার কাছাকাছি।


  অগাধ শৃঙ্খল জড়িয়ে সম্বল সৃষ্টিরা
ফিরছে পিছটান অকূল বন্ধণ স্বপ্নেরা
বায়ুরা ঝঞ্ঝায় রেখেছে নিশানায় পথগুলো
কার সে স্পন্দন জাগালো উন্মন ভ্রমগুলো।


গভীর কুয়াশায় কতনা দ্যোতনায় জাল বোনা
চলেছি দুরাশায় আশা ও নিরাশায় আনমনা।
তুমিও রয়েছো আকাশ মাটিতে কতরুপে
ছেঁয়েছো আঁধারে স্তব্ধ নীরবে অনুভবে।


প্রহরে পেতে কান রঙীণ জীবনের সন্ধাণ
ভেসেছে কূলে কার অসীম সজ্জার সাম্পান।
আকাশে ঢেকে মুখ তুমি আমি আজ ভ্রান্তি
  রেখেছি এগিয়ে প্রচ্ছায়া সব ক্লান্তির।