কারুর অবজ্ঞায় কিছু এসে যায় না কিন্তু,
  কারো ভালোবাসায় সত্যিই অনেককিছুই এসে যায়।


       হারিয়ে গেলে সে প্রেম মরে যায় অন্তর
       ভাষাহীন মৌনতায় ভরে মন---আমি জানি
   সে বোধ অনন্ত সুখের,এগিয়ে চলার,আবিষ্কারের-
   দুঃখের ছুঁইয়ে বুক অঙ্গীকারের,অশ্রু মুছিয়ে হাত ধরা।
       সে বোধ উদ্দীপনার,আবেগের হাসিমুখ,
              টেনে তোলা দুরাশার নিরাশায়
    টান মেরে বলা ,বন্ধু ওঠ্,কি খবর বল্,একি চোখে জল্--।।  
        ছুট্ ছুট্ তেপান্তর পিকনিক, আড্ডা, খানাপিনা
           একসাথে চলা,বলা সেতারের সুর।
        বন্ধুর হাত বড্ড সহায় বিবশবেলায়--আমি জানি
            ঝগড়া, বেতাল কাড়াকাড়ি,তর্কের সুখ
ভাগ করে খাওয়া কাটলেট,পিত্জা, মোমো,একাদেমী উদ্যান।
               ভাব আড়ি আর ভুল বোঝাবুঝি-
           বুক ভরা অভিমান,রোষ, হু হু হৃদয়ের ঘর
             জলভরা চোখ,ছিন্ন বিফল মনোরথ
              একাকী বিষাদ,বন্ধুর প্রসারিত হাত-
                    ঘুচায় আঁধার কালো রাত।
          আঘাতের বেদনায় একাফালি স্পর্শ হাতের
            মোছায় জমে থাকা বিরহের ভ্রান্ত আবেগ।