কোষ বেয়ে নেমে গেছে রোদ্দুর
   আশাহত হতে হতে ছায়া নামে।
মুগ্ধতা দিয়েছি তোমায় অনেক বছর বলে
    সে ছেলেটা ছেড়েছে কালভার্ট,
      আমাদের গোলাপ একতা
      নিরেট প্রণয় হতো বলে-
   দুধারে পথের গৃহ হতে শিরোনাম-
     খবর ভাসা জল আর লোকালয়-    
একত্রের ঋণে আমারও প্রাপ্য ছিল সুদ
ঝিঁ ঝিঁ রাত উষ্মতা ঘর ছুঁয়ে মেছো ডিঙি জলে-
      ঝিম ধরা আসা যাওয়া পথ
     দুধারে তোমার সন্ধির গুনগুন্
বলেছিল এ,ও ,এক ক্ষোভের মিছিলে
      ছিড়ে গেল সাধের গোলাপ
     সন্ধির হাত বয়ে অসাড় তুমি
হৃদয়ের কথা ছেঁটে ভুলের প্রলাপে।
  সে ছেলেটা পাশ কেটে সাথে সালোয়ার
  স্বেদ বেয়ে নোনাজলে অথৈ প্লাবন--
সংবাদ বয়ে গেছে বহুদূর সাগর কিনার  
রটেনি কেবল কমাসের ওষুধ,বিছানা,আয়া--
নিয়ে গেছে মুগ্ধতা বোনা হিসেবের কিছুটা সময়।