ময়নাপাড়া মাঠে আজ বেজায় আসর
মাসখান ধরে তার শুধু তোরজোর।
ঘেটুদার মিটিংয়ে আরো তার ফ্রেশ
লিস্টি চলছে তারই ষোলআনা রেশ।
মেয়েদের কবাডি হেসে দাঁত কপাটি
বটুদার আয়োজনে ওবছর লুটোপুটি।
চলে খেলা হরদম যেন খাবি খায় রে
টান মেরে চেয়ারে ফেলেছিল সজোরে
সভাপতি  ও পাড়ার প্রফেসার শঙ্কু
টেনে ধরে কোচা তার মিনমিনে বঙ্কু।
হা কপাল কি যে হাল্ ধুতি আর চাদরে
সারামাঠ ঘসটিয়ে দিল বলে সজোরে,
"মালতিটা ভারী মোটা দশাসই দেহে
কাতুকুতু আঙ্গুলের কারচুপি ঝেড়ে
জিতেছে চুকলি খেলা অন্যায় জেরে।
ওপাড়া জিতেছে খেলা কবাডির বাজি
দিতে হবে প্রাইজটা এই বলে রাখি "।
লেগে গেল গোল বেশ দু'পাড়ার মেয়ে                  
আগুপিছু না ভেবে গোঁ' মেরে ধেয়ে--
দিলো গুতো সজোরে বন্যার কোমরে
রাগে ফোসে ঘস্ ঘস্ শঙ্কুর চ্যালারে।
প্রধান অতিথী অতি সাবধানে রেখে পা
ভাষণটা কোনমতে ঠুকেছিল এই যা,
শেষ খেলা মারামারি ছেড়াছেড়ি জামা
পুলিশ কবাডি  খেলে আচমকা হানা,
ছিটকে পড়ল সোজা পুকুরের পাঁকে
এমনটা হলে দাদা খেলা বলে কাকে ?