জানতে চেও না তুমি পৃধিবীর অথৈ প্রমাদ
  রেখ না প্রলেপ কোন আদিগন্ত অশ্রু সাগরে
বিসদে যেও না কোন স্তিমিত আগ্নেয়লাভা
কেদে ফেরা ঘূর্ণির প্রবল প্রবাহে ,
  যে অপেক্ষা মুছে গেছে কালের গভীর
   খুজো না হৃদয় তৎপর--
  মুছে যাবে উৎসারিত আলো
থেমে যাবে অকারণ উৎসব
  যে গভীর হৃদয় নিঃস্ব আজ
পারো যদি পাশ কেটে যাও।
  
একেবারে খুব কাছে এলে
   অজানা সেতুর পথ ধরে
বাধে বাসা নতুন শিবির
     জুড়ে দেয় হৃদয় দামামা
  বহ্নি উৎসাহ নিরবচ্ছিন্ন ফাকা স্থাণটায়।
  যদি পারো দৃষ্টি ফেরাও--।