মুখ্যু ছিল জনম ক্ষণে পাথর যাযাবর
স্বাধীন চরে বিচার করে মানুষ অতপর।
রক্ত রঙের লাল নিশানা আপন চেনে নি
যুদ্ধ জয়ের নেশায় মেতে জয়ী হয়েছি।
ভোগ দখলের আবাদটিও সুষ্ঠ হওয়া চাই
কায়েম ভূমের রাজত্বটি মেনেছে সবাই।
কার এলাকা জবর খবর চলছে যুদ্ধ চাপা
রক্ত স্রোতের ভাঙণ খেলা রীতি বজায় রাখা।
আক্রোশেরই তীব্র কোপে জবাই অবলা
দৃশ্য মোকাম দেখছে সকল মানুষ সবলা।
গড়লি যখন হেই বিধাতা দুনিয়াদারে তোর
শিবের গতি জীবের ধাতে রাখলি ভুল কদর।
মিছেই নরেন শুনিয়ে ছিল জীব সেবার গান
গাইল কে রে নিজের তরে নিজ বেদী সাজন।
ধূলায় লুটায় তোর মহীয়ান জীবের মহত্ প্রাণ
আসবে না কি ধরায় নরেন ঘুচিয়ে অসম্মাণ।
বাড়ছে ঘটা জাঁক যমকের পূজার স্তুতি দান্
মানুষ কষাই রক্ত নেশায় নিচ্ছে বাঁচার ঘ্রাণ।
হৃদয় নামক বস্তু কখন খুন হয়েছে কোথায়
মান হুঁশ বদল খুইয়ে, সকল আদিম প্রথায়।