বদলে যায়
      ঝঞ্ঝার কোপে, অগনিত আরো
রাত্রির মতো সময়ের অানাগোনা--
  হু হু নিশ্বাসে বাতাসের ত্রাসে
বঞ্চণার তির্যক বেধে অাধোঘুম
    বাইরে অপেক্ষমান জমাখরচের লাল চোখ--
কিছূ আগে কড়া মুখ-
  মুছে যাওয়া বিনিময় নষ্ট সম্ভ্রম,
আমার জৌলুসহীন প্রপিতামহের-
  বংশধরের সুরক্ষা আশ্রম গচ্ছিত চাবী..


সুখ জমা তিনশো পয়ষট্টির ঋণ...
  প্রশ্বাস বেয়ে নেমে যায় ক্রম তলদেশ
একদলা অপারগ দ্রোহ্--
   না থামার মতো-
  না বলার মতো-
   বদলে যায় মোহের অাদল,
   প্রেমের অাদল-
   দেনাদার রয়ে যায় শুধু,
   ভবের খাতায় নৈ:শব্দে শুধু কোপের খাতায়--
  বৈশাখ, জৈষ্ঠ,আষাঢ়,শ্রাবণ ধরে--
     কোপের ধরণ বদলায় ...
     ভিন্ন সুদে মুলে।