রাস্তার মোর ঘেঁষে মেঘের আস্তরণ
শুনিয়েছে মৃদু গুঞ্জরণ, খসে গেল--
বিচ্যূতির মালা অার কথার আদল
সবে স্নিগ্ধ সাজঘর চেয়ে এঁকেছে বিদগ্ধ কাজল,
কুমকুম টিপ অার অজেয় শৃঙ্গার-
মেঘ তার অবিন্যস্ত সুরে
ছেয়ে দিল প্রাচীর দেওয়াল।
আকাশ খামতি করে বিনিময় রোদ
ঠেলে দিয়ে পাশের হৃদয়ে
বচসার ছলে টিপে চোখ---
আড়চোখ সারে খুনসুটি,
চূর্ণ মেঘের রোষ পথময় এলোমেলো--
ও মেঘ স্থিরতা নাও উদাসী আকাশ
তোল মালা দৃঢ়তায়
জুড়াও অন্তর, ছুড়ে দাও
নির্বিবাদ প্রত্যধিক রোদ
সঞ্চারী,আশাভরী গাঙে--
ভেসে যাও আপাত নীরবে---

স্বস্তি দিয়েছো যদি অযথা মগ্ন কেন
     নিরুত্তাপ অালিঙ্গন ?
বিনা আড়ম্বরে অামি চেয়ে রবো
   মৈথিলী অাকাশে,আমার দেওয়াল কবে-
তোমার কথার মতো পরিপাটী হবে।