ঝড়ে গেছে জাগতিক লেনদেন
    কার রোষানল ? শুধু পরিণতি--
শুয়ে আছে নক্ষত্রিত বিস্তীর্ন আকাশের তলে
   শবের উপর অক্ষম নিরাময় দেহ,
  আলোহীন লোকলাজ প্রকট,প্রবল
         গতি তার অস্তমিত--।


সেদিনও এমনই নগর,শহর কত
      শেষ চিহ্ন রেখে চিরতর
     নক্ষত্রিত অাকাশের ভীড়ে
         সাক্ষী হয়ে আছে
            অথৈ ইতিহাস।
    
            নিরেট আকাশ,
পরিজন ভেবে মিটিমিটি ছলছল চোখ
       অগুন্তি তারাদের মাঝে---
      কি গোপন অাপন কথাটি
        সারি সারি অতীত প্রহর
   স্থির হয়ে আছে খুনী বিবর্তনবাদে।


সম্ভাব্য পরিধী মেপে তার প্রকৃত প্রভাব
      কম্পন সূচনায় রেখে গেছে
            আগাম পরিণাম--
ছেড়ে দিতে হবে আবর্তন অার প্রবীণ নমুনা
   তারপর অগুন্তি কথা দিয়ে যাব চলে
  ওরা যারা চুপ হয়ে আছে নিরেট সময়ে
     মন্ত্র নিয়ে স্থির হবো অন্য গ্রহান্তরে---
অন্য আকাশ ভেবে যদি অতীতের সৌর সন্তান
কার্পন্যভরে  রেখে দেয় ছায়াহীন বিস্মৃত পথে
       টুকরো সূত্র রেখো আর সংবাদ--
তারপর অতীতে আমাতে জমকালো সমাচার
         পৃথিবীর পাঁজর খাজের ।