মেঘ ছিল ভেলা ভাসাবার বেলা
         সজ্জ‌িত পথ মনোরম রথ
বাতাসে সুবাস বসন্ত‌ মাস
          অাঁতরের ঘ্রাণ উদ্বেল প্রাণ
অলিরা আলাপে নানা অনুরাগে
          পাঁপড়ির দল মেলে অঞ্ল
সঞ্চারি রাগ রঙীণ আলাপ
           অভিসার সাজ তোমার সলাজ
রোদ রেখে গেলে চুপিসার
           সুরেরা প্লাবন ছিল যে আপন
তোমার পথেরা উচাটন
            আজও অবিকল মন চঞ্চল
শেষ হয়ে গেল ব্যস্ততা বেলা
            ছাই ওড়া মন শ্মশাণ ভরণ
সে প্রহর গেল পাথরে ও পায়ে
            কংক্রীট মাটি ঘযটায়।
ভেসে অছিলায় মৃদু ইশারায়
            প্রহর ফুরায়ে যায়,
অতীতের কানে শুধু আনমনে
            প্রণালী চলেছে বিস্তর
এসে ছায়াপথ মিলেছে গোপনে
            সাথী যে আকুল অন্তর।
সে কথা শুনায়ে যেন অনুমানে
             কাহিনী ফুরায়ে যায় ।