প্রাণ সংশয় নিদারুন ভয় বিধাতা ধরেছে হাল
নামাবলী হয়ে বাজারে বিকোয় সততার সম্বল।
মুখে হাসি বুকে ছূরি মেরে খুন যদিবা ক্ষমাহীন
আরো নমুনারা কাছে এসে যোগ দিন বা দুর্দিণ।
দিনের আতস পারদ ছূঁয়েছে ঘোর লাগা রাত্রির
বেঘোর প্রণয় একেঁবেঁকে যায় রাঙা ঠোট মদির।
আলো ছেড়ে গেছে সাঁঝ বাতিদের শূণ্য গৃহস্থালি
ভুলে সৌরভ অাসর সেজেছে আড়ালের বিকিকিনি।
মাথারা গিয়েছে মিছিলের ভীড়ে ধার করা কব্জায়
ঘিলুর বেনামা নীলামের ঘাঁয়ে অযথা মূর্চ্ছা যায়।
কে আমি তুমি কে দখলদারীর নকশা বানায় রাজা
সারা দুনিয়ার চুক্তি বলেছে আসল তোড়ণ সাজা।
ঘিলু ঘেঁটে আলো আমরা এনেছি বিজ্ঞাণ সূত্রের
প্রভাতী কিরণ ছড়িয়ে জানায় দেখ আমি প্রাজ্ঞের।
পরমানু বোমা, কার্তুজ, গুলি ধংস ছেয়েছে বিস্তর
হেসেছে বিধাতা হায় হতভাগা আমিই দৈব সৃষ্টির।
অবোধ শিশুর খেলাঘর জুড়ে হাত পায়ে কত কৃষ্টি
আমার প্রলয় সূত্র জড়ানো বিধাতা হেনেছে দৃষ্টি।