আজ আমি পৃথিবীর দিকে চাইলাম
    চীৎকার করে বললাম---- হে স্রষ্টা,
আমার অস্তিত্বের যাবতীয় সূত্র তুমি,
   বৈরাগ্য তুমি,চেতন,মনন,আয়োজন,প্রয়োজন--
           সব তুমি-----
    অামার বোধ খন্ডিত করে গড়েছো মায়া,প্রেম,বণ্ধণ-
সেখানে নিত্য কত প্রত্যাশার ভীড়--
  আমায় রেখেছো আবদ্ধ করে, নগণ্য করে-
ছড়িয়ে দাও নি প্রতি আকাংখায়--
    আমি তো তোমার চেয়ে বড় নই তাই-
হতাশার চোরাবালি স্রোত টেনে নেয় পরিসর,
মাতৃগর্ভে সীমিত আলোক গোলার্ধে আরেক পৃথিবীর-
   দৃশ্যান্তরে দাঁড় করিয়েছ তুমি--
   বলেছো প্রত্যেকের মত হাত-পা ছুড়বি, দু:খে কাঁদবি,
     আনন্দে হাসবি----
  দেখি তোমার ভূমিকা ছেয়েছে ঘরে--বাইরের যাবৎ পরিধী
আমি নিরুচ্চার সেজের শিখায় খন্ডিত প্রত্যাশার--
   ভগ্নাবশেষে ছিন্ন ভিন্ন আমার নিহত প্রলাপ দেখে--
     শিউরে উঠলাম----
    উদ্যত -- অগাধ উৎপীড়ণের ঝড়ে
  ক্ষয়ে গেছে অস্তিত্ব ,নেই আমি----
  কিম্ভূত দায় রয়ে গেছে স্ব-অর্থ প্রমাণের
   সে দায় চাইছে স্রষ্টার আহ্বান--
'' আমি নেই , আমার অস্তিস্ব বিলোপ, প্রত্যাশা রোষে বিনষ্ট-
      সমস্ত উপখন্ড , হে স্রষ্টা তুমি কি পারবে--
       আমার খন্ডিত অর্থে প্রলেপ ঢালতে ??