পথ হেঁটে যাই একশো ঘাঁয়ের ক্লেদজমা বুক ঠুকে
ঠুকরে জাহির ছাঁতের প্রভেদ আপনি বলেন হেঁকে,
দশটা সাগর ঝুলছে মনে ঠিকরে বেড়োয় চোখ
জবজবে ঘাম পায়ের তলায় বিভেদ দুরারোগ।


হচ্ছে ভাষণ শোষণ-শাষণ বাড়ছে দেদার প্রহর
কল্মিশাকের উৎপাদনে হাইব্রীডেরই কদর,
খাচ্ছি হোঁচট গজিয়ে ওঠা গুল্মলতার ঘাঁয়ে
ভাবছি হৃদয় মঞ্চ নাটক প্রাণের মানুষ হায়।


ভোর হয়েছে যেই ভেবেছি উথলে আসে সাগর
ভেজায় শহর বুকের পাঁজর একশো মত খবর,
কন্ঠ শোনায় এফ এম চ্যানেল প্রেম মরেনি আজো
বাঁচো মানুষ পাথর ঘাঁয়ে স্বপ্ন এঁকে রাখো।


পাতিল, হাঁড়ি ঠকমকিয়ে কালের ঘরে রাখা
অর্থনীতির মহান প্যাকেজ বাজার দরে ফাঁকা,
এল সিডিতে ধুম পড়েছে নগ্ন পূজার আড়ম্বর
"লভ" মানে কি ভ্রূর নাচন পুচকে স্বয়ংবর।


জ্বলছে হৃদয় শিয়াল বনের হুক্কা রবের স্বরে
বানগুলো সব ভান হয়েছে ভাটির বিবাদ গড়ে,
ঝুলছে তন্ত্র মারণ শিকে হাপর জ্বালায় বাতাস
রন্ধ্র থেকে বাদ পরে যায় ঘামের নাভিশ্বাস।


আগুন আছে আগুন নেবে লক্ষ যুগের নেশা
অার আছে কি ভোগের মোরক সাধের হিসেব কষা,
ভীড় জমেছে সাধের খিদে পেটের ব্যবচ্ছেদ
গিলছি বেজায় প্রলাপ থু- থু-- এটাই প্রভেদ।