উকি দিয়ে চলে গেলে ?
আচ্ছা রাতে তোমার পাশে কে শোয় ?
তুমিও তো বেঁচে আছ বেশ,
দেখা শোনা হয়েছিল যখন-
তুমি কত শত, মেনকা,রম্ভার -
-জৌলুসে গদগদ,আর আমি ?
বিক্ষিপ্ত এক দ্বীপে একা।
বন্ধু হবার বদলে তুমি-
হয়ে গেলে ক্রর ,সর্পিল-
আমি তো স্থির আছি
প্রিয়তমের রুটি রুজিতে--
তবে কেন ?
তোমায় পাবার লোভ ছিল বরাবরই,
কতবার ছুটে গেছি তোমার সান্নিধ্য পেতে,
সে অবশ্য অনেকদিনের কথা---
আজ যখন চোরা বালি
টেনে নিচ্ছে আমার পা
যখন তোমাদের আকাশে-
উজ্জল স্বাতী, নক্ষত্রদের ছড়াছড়ি ,
আর বেশীরভাগের মিলিত কন্ঠে আমি--
উল্কার বিচ্ছিন্ন পতন,
মেনে নিলে তুমি,
নিজের ডেটায় জুড়লে-
প্রবাসের খ্যাতি,
আর আমি তখনও --
কি বিচিত্র উৎসাহে তোমার,
কাছে যাওয়ার প্রচেষ্টারত
বার বার পরখ করেছি সেই হাত,
হয়তোএবার উঠে আসবে আমার দিকে-
বলবে,-- " তোমার আসনে এস এবার "।