আমাকে সহস্র পুরুষ ধর্ষণ করে
তৃপ্ত হত যদি আ-জীবন
আমি উৎসর্গীত ভোগে
নির্লিপ্ত করতে পারতাম
একাংশ সমাজ।
যদি কামজ শরীরগুলো
চেটেপুটে খুবলে, কামড়ে
বিকৃত করত আমায়
তারপর থেমে যেত বরাবর
কোনদিন আর খুবলে নিত না তুলতুলে মেয়ে,
আমি সহাস্যে শহীদ হতাম
ওরা লেখে নষ্টর কথা
দামী সংবর্ধনা পায়, আড়ম্বর খ্যাতি,
লেখেনা আঁধারে  লকলকে লোভ
আর বেসামাল শারীরবৃত্তিয়----
সে মেয়ের একার সন্তাপ,
কোনদিন কবিতা হয়না
আকাশ কাঁপানো হাহাকারে
সভা হয়,মঞ্চ হয়,ভাষণ হয়, সংবর্ধণা হয়
রাশি রাশি বই হয়
বেড়ে চলে লেখক সমাজ
বাঁচে সভা জৌলুস
আমরা বাঁচি না--
বেছে বেছে রং চং
আড়ালের বারে ধর্ষক
ওদের নিশুতি শ্মশাণ আছে
জ্বরে পোড়া, কাটা ঘাঁ, শুনশান্ , পোড়া বাড়ী
শত আছে যন্ত্রনা ক্ষত---।
যদি হত আমার পোড়া মুখ,
দেহ বুক বিক্রিত হত কেজি দরে,দলে দলে মানুষ
একে একে আমার উপরে
মানুষের পিরামিড নিচে আমি বরফের মমি,
কোনদিন আর উঠত না হাহাকার, ওরা থেমে যেত যদি--
জনম জনম আমি বিছিয়ে দিতাম দেহ সর্বকামনার।