উঁকি দিয়ে গেল চাঁদ যমুনার ছলে
পরিত্রাণ বলে লোকে সমুন্নত হলে,
কিছু চাপা কান্না চাই সমাজ প্রধান
মেয়ে তুমি আগে চাও স্থায়ী সমাধান?


এস পিছে ধর শুধু ঘরে ফেরা গান
নহি খোসা পক্ক ফল প্রেয়সী বনাম-
অাছে ক্ষেত বনানীর বাটায় জোয়ার
মেহগনী ভাত অাছে সৌজন্য পাবার।


পিছের দেরাজ অাছে হীরের কাঁকন
লোভের মাকাল আছে স্বীয় বৃন্দাবন,
গজমোতি ঘর অাছে মাধবী বিতান
নিত্য সেথা দাসী অাছে নিয়ত সেলাম।


পুং- তন্ত্র বাক্যে বলে সারির প্রধান
অহং রেখেছি তাই সমুখে বিধান,
মিছে কেন অ-প্রধানে ভাত মারা সুখ
কাঁনা কলসী বাঁকা হলে ব্যর্থ চিবুক।


পরিত্রাণ বলে লোকে সমুন্নত হলে--
যাইব কেমনে কব অামদের দলে--?
রচেছি কেতাব কিছু ইচ্ছার ভুলে
মঞ্চ ছাড়া শব্দ কিছু ছিল অবহেলে।


ব্যর্থ অাছি অর্থ ছাড়া পরিত্রাণ কিসে--?
ক্রুঢ় হাসি বিশ্বময় কাঁধের নিশ্বাসে,
অাছে আছে বিষে তা' গোঁফের সকাশে
অবশিষ্ট অাছে এস গভীর আশ্বাসে।