শিষ্য বলে গুরুদেব শিখিব প্রাণায়াম
তন্ত্র মতে শান্ত হবে ধর্ম,অর্থ, কাম।
ত্রিনেত্র রহিব সুখে আড়াল, প্রবল
জন্মগত মশকের মৃদু গুঞ্জরণ--
সহিব না করিব বিরুপ ভঞ্জণ।


"গুরু কহে ছাড়ো সব বৃথা ব্যবধান
খাও পিও মোওজ কর মানব সন্তান।
  প্রাণায়াম রোগ বাপু  হেন অকারণ  
  বারোয়ানা জীবনের গতি হে জোয়ান"।


  করিব ভেবেছি এক স্বর্গ রচনা
  কতিপয় দেবদেবী অনন্ত জোযনা।
  গ্রহরাজ হয়ে আমি হাতে চক্রাকার
  হব জয়ী ত্রিলোকের ধারক সংহার।


  মহামারী ব্যভিচার মশক নিধন
  মহারুষ্ট স্বর্গময় ব্যাধির কারণ
  মহাজোটে ছাড়খার লবির আসর
  কিভাবে স্বর্গরক্ষা হইবে মুনিবর ?


ব্রম্মদেব উচ্চশির গভীর আলোড়ণ
মশক শোষক হল কিমত্ পোষণ?
বুদ্ধি যত স্থির ছিল ত্রিমাথা প্রশাখে
  অনুন্নত মশকের তীব্র দহা দাহে।


মুনিবর বলে তোমার অামার কারণ
অাছে ওরা বাঁচে ওরা যেমন জীবন।
গুরু শিষ্য ছাড়া যত পঁচা,কাঁনা,মরা
আনে ক্লেদ,ব্যবচ্ছেদ দীর্ণ, ক্লিষ্ট,জ্বরা।


ধ্যানমগ্ন মহেশ্বর বেজায় উৎপাত
খাদ্যনীতি,অর্থনীতি জটিল বনিয়াদ
ভগ্নাংশে মারেন দাও অামির গরীব
মশা শেষে শুষে নেয় অাখের শরীক।


দাও প্রাণায়াম যোগ নির্বিকার ত্যাগ
হেন রুষ্ট দেবলোক সভা নিরুত্তাপ।
বিষ্ণূু আছে নৈশলোকে বিশেষ তদ্বির
বৈদ্য কাছে বটি আছে নিয়ত অস্থির।


দেবকোষ রসনার বিপুল আলোড়ণ
শুরু হোক্ মশকের ধ্বংস অভিযান,
স্থিরমতি , শান্তমন, কামনা বাসনা
ষড়রিপু জয় করে স্বর্গের দ্যোতনা।


হাসে গুরু ওহে দু'দিনের মেহমান
চিনেছ কি জেনে রাখো এই কহিলাম,
রিপুজয় পর্ব তব হইবে মনোস্কাম
ভোগপর্বে তীব্র জ্ঞাণ কর হে সঞ্চয়ন।