মিটেছে পিপাসা আর্ত স্বেদের
    নেই আয়োজন আর
চৈত্রে যে ছিল প্রখর মদির
   ফিরে গেছে গতি তার।
বোশেখের তাপ ছিল অনুতাপ
   কন্ঠে মোলাম প্রীত্
হৃদয়ের তাপ কতনা আলাপ
    ঝড়ের প্রণয় গীত্
জলের কামনা দেখেছি আমরা
   শুখা ফাটা ঘর দোর
ভেসেছে প্রবল হৃদয়ের ঢেউ
   জোয়ার প্লাবন বিস্তর।
মরেছে কথার আদান প্রদান
    বন্যা এল কি ঘরে ?
কাল জ্বলেছিল আলোর ঝিলিক
    নিবিড়তা মন জুড়ে।
ঠিকানা পেয়ে কি গহীন মনের
   দ্রাঘিমা পাড়ের দেশে
উতলা আবার মেঘলা প্রহর
    নতুন তৃষার সাজে ?
চৈত্রের দাহ বোশেখী প্রণয়
   ঝড়া পাতাদের গায়ে
ফুরালে  পিপাসা প্রান্তরে তার
    পরিচয় রেখে যায়।