মাখছি মুখে রুজের প্রলেপ
               ঢাকছি পিছের ক্ষত
দিচ্ছি চাপা প্রাত্যহিকের
              কষ্টে ইচ্ছেমত ।
বলছি মধুর আমার প্রমাণ
               খিল জুড়েছো যারা
মুখোশ ফেলে মুখর ছবি
               উদার হৃদয়হরা।
দুূু:খ গুলো ক্ষীরের জ্বালে
              সরপুরিয়ার ভাজা
অশ্রুবরণ হৃদয়হরণ
              ফ্যায়দা তোলায় রাজা।
চাইছি বিচার হাঁকছি দেদার
               বেঘোর তন্ত্রে সেজে
মৃত্যু ফাঁদের খাঁদ অতলে
               জাল ফেঁদেছে যে যে ।
রাঘব , বোয়াল যাচ্ছে ওজর
               আমরা নীরব কীট্
হাঁটছি চলছি বলছি ভালো
                ঢাকছি কালের পিঠ।
দিন দুনিয়ার নেই খবরে
                 বলছো চতুষ্পদ
ঘর দেওয়ালে সাঁঝের পিদিম
                 বারো মাসের ব্রত।
ঘোর কাটেনা যাচ্ছি তবু
                  কাঁধ বরাবর সোজা
মাঁপছো শুধু পা আর মাঁঝার
                  সেই অবসর খোঁজা।
ঢাকছি শরীর বারো হাতের
                   সে কার আবদার...
সাজের প্রলেপ মোলাম হলে
                   নইলে অনাচার
পিদীম হাতের সুষ্ঠ ছবি
                   দুর্বাতে নয় ঠাঁই
ছাড় পেয়েছি অধিক রাজের
                   সুষ্ঠ প্রমাণ চাই।
গয়না শাড়ী ঢাই করেছো
                   দো'বেলা চুম্বন
তাই বলে'কি সায় দেবেনা
                   কালের সরঞ্জাম?
ময়নাগড়ে দুর্গ গড়ি
                 ওড়াই রকেট যান
বলছ সংয়ের ঢং সাজন
                  কেমন এ সম্মাণ??