জ্বলছেরে চিতা আকাশ ছাপিয়ে
                      ডাকছে রাজন আয়
নরক নামের মৃত্যুপুরী
                       ছেয়েছে আশংকায়।
বোঝেনি মানুষ শিশুর ভাষা
                        রক্তে মেলেনি তাই
অাপন শিশুর দুধ সামলাতে
                        প্রাণ গেল অযথাই।
কাঁদো কে কোথায় ক' ফোটা অশ্রু--
                        দানব ধমনী ছেঁচে
বিন্দু সিন্ধু প্রমাদ গনিছে
                        ধ্বংস কফিন রচে।
এত সবকিছু একদিনে হয় ?
                        আমাদের পিঠ ফেরা
সবই তো দেখছি, অন্ধ তবুও
                        অাঁতাতের বুক ভরা।
যাচ্ছে রাজন থাকছে তবুতো
                        বুকের আর্তস্বরে
হয়তো আমিও রাজনের পরে
                        অন্য দীপান্তরে।
যাই চলে যাই ও মানুষজন
                       আক্ষেপ নিয়ে মনে
আরো কত নামে খবর ছড়িয়ে
                       আবার আসিব ভূমে।