জলেরা সরীসৃপ হেঁটেছে অন্তরালে
         ক্ষয়েছে পাঁজর শিরায়
         মহামারী লোকে বলে।
অন্তর ছোঁবে বলে আস্তানা চিনে নেয়
         একই হাঁটাহাটি শেষে
          হা'জীবন র'য়ে যায়।
জলেরা জীবন যখন আমার কুটীর মন
          দেখেনি অন্য কারো
          আগোছাল্ প্রজনন।
আজ সরে গেছে ছায়া শেকড়ের বঞ্চনা
           কতিপয় ছন্নছাড়া
           অফুরান আলোচনা।  
মালতী জড়ানো এলো চুল শর্তবিহীন সুখ
           সারি মুখ ছিল জীবনের
           ভর করে গেছে চির বুক।
শাড়ীরা মেলেছে গাঢ় রং ইশারার টলোমল্
           দেহ নেই আর রমনের
             স্বেদের অশ্রুজল ।
আগল চলেছে অজানায় সংসার খড় কুটো
           অবৈধ জল ছেনেছে
           তেষ্টা চিবুক ঘেঁটে ।
নষ্ট কথার গালিচা আমি ছাড়া ক'য়জন
           বেশ সয়ে আছি অপবাদ
           অার রং বদলানো সম্ভ্রম।