তোমার ফেরার কথা ছিল
তবু হল না ফেরা, কথা ছিল--
বন-বাদাড়ের দিন শেষে
  অস্ত্রের ঝনঝনে পায়ের নুপূর,
ফিরব সাজিয়ে, সারি হাতে হাত
মাদল বাজিয়ে ঢেকে দেব মরুর ধূসর--
গোলাপ ফুটবে আর কামরাঙা নোলক দুলিয়ে
শানবাঁধা দীঘির আঁচল ভরে নে'ব
গাঁয়ের বামীরা---।


শেষ হলে মেরুঝড়, সিক্ত সকাল
--রক্তের রং মুছে তকতকে দিন,
কথা ছিল পথ ধরে হেঁটে যাবো গৃহে
কর্ষ মাটিতে ফসলের ধুম--
  লতানো বিছানে একটা নোঙর
বাইবার নাও আর অভিকর্ষ বল্
ঝাঁঝরা পাঁজরে প্রাণের রসনা দেব
  ধূসর মেরুতে আলোকোজ্জল ।
কথা ছিল গানে মেতে স্বাধীন জোয়ার
দ্বন্দ-বিভেদ আদার-বাদাড় শেষে,
গাঁয়ের বামীরা সুখের দুয়ার ঘিরে সাজাবো উৎসব।


শঙ্খ, উলুর বরণ ডালা, শান্তি পট রাখা হবে --
নগর সীমায়, সেই পথে হেঁটে যাবো স্থায়ীত্বের বামী-
নতুন অভিকর্ষ শেষে আরো এক প্রাতে
বহু প্রশংসায়, বন গন্ধ মেখে--
আরো এক সাঁকো ঝুলন্ত শহুরে,
লতার আদলে জড়াবে নগর।

কথা ছিল বৈঠক ডাকা হবে
নগর কমিটি,বামীদের পরিচিতি কাগজের মুখ--


যুদ্ধ শেষে অস্ত্রাহত কতভাবে-
  আমরা ফিরেছি....
হল না তোমার ফেরা....কেন?