শব্দ বসিয়ে গেছি মালকোষ রাগের ওপর
গেয়ে গেছে রাংতায় আসর হয়নি কোন তার
যতেক সলতে আছে সমাজের হালাল ব্যবস্থার।


এমুখ, সেমুখ ঘুরে অবশিষ্টের পৃথক যোজনা
কালা অকস্মাৎ বলে "সূচীপত্রে কার্ণিশ হল না।''
চোখ দ্যাখে বস্তু স্থিতি দলগত ভেদভাও কিনা।


নেতা হেঁটে দলগত গন্ডী কেটে দখল বোঝান
দল বোঝে নিজ গন্ডী অপরের কি বা ব্যাদান
শব্দ বোঝে জনপ্রতি নগরের আদান-প্রদান।


মাথা খোঁজে প্রতিশব্দ নিঁখুত ধারক সরঞ্জাম
ফন্দি খোঁজে অপচয় ক্রেতায়, দাতায় হরদম
শব্দ নেয় অভীরতি কাহারবা , দাদরা প্রজনন ।


শব্দ চাষ ফেরিওলা অবাধ গতির যাযাবর
কেউ কারো তরে নয় সংহতির সংকট প্রচার
এর ঘাড়ে ওর দাও মালকোষ রাগের উপর।


তুমিও নিশ্বাস ফেলে বলেছিলে যে যেমন বোঝে
আমরা সাজাই কলি কেস্ট নেয় নিরাকার সেজে
অবয়ব থাকে শুধু আবাদের শব্দচাষ মস্তিষ্ক খোঁজে।


সব থাকে নিরুদ্দিষ্ট বাতিদের নিয়মের বোর্ড
যে যেমন জ্বালায় নেভায় শব্দের এটাই তফাৎ
শব্দকার সজাগ রাখে তার তীব্র যাতায়াত।