ডিসকাস বন্যা নিয়ন্ত্রণ
বহুকাল থেমে গেছে ভূমিকম্প
তারও আগে ধ্বস্...
গোটা দার্জিলিং বিদ্ধস্ত
ডিবেট তখনও ছিল
রোয়াকে-রোয়াকে,বাসে-ট্রেনে,মাঠে-ময়দানে।
আর আপিসের ক্যান্টিন ফুলে ফেঁপে লালে লাল...
হাঁড় কিপটে মদনাও ঝোঁকের বশে
চিকেন রোস্ট খাইয়েছিল গোটা গ্রুপকে।
আমার মৃগী রোগী বাবা বেশ তরতাজা হয়েছিল
আমি টেথিসস্কোপে পরিস্কার দেখছিলাম
ওর নর্ম্যাল হার্টবিট....


এবার ত্রিপল, মুড়ি ব্যবসায়ি ডলার গুনবে
আর আর্তের হাড় বেয়ে নেমে যাবে
ঘূর্ণির স্বাদু হাজারে ইলিস...।
জিতের ছবি হবে " আও......ও টুইস্ট করে "
বন্যার্থী নায়িকা ত্রিপল থেকে টেনে নেবে-
নায়কের বুকের নিঝুম....।
মুড়ি খেতে খেতে অনুরাধা গাইবে " মাত্ যা...শাওন মাত্ যা..আ "


তখনও বন্যা থাকবে, বিপর্যয় ধ্বস্
মৃত্যুফাঁদ হাহাকার...
বাউল গাইবে.." কোনদিন আসিবেন বন্ধু (মরণ),কয়্যা যাও রে"...
ডিবেটের ঝড় বিধানসভায়--
প্রকৃত আর্তেরা বাদ পরে যাবে শুধু।