অখন্ড নৈ:শব্দ আর আমি
                 আমায় গভীর করে নেবে বলে..
               ছেড়ে দিলে পথময় কড়কড়ে চোখ
              আঁধার নামালে আমার কাব্য-কথায়
               দু'চারটে মিসাইল জুড়লে শুশ্রুসায়
                 নাগাসাকি নয় , তেমনি কিছু
                     ভালো সাত্যকিদের লাশ।
          
            তেমন ফাগুন দিনে পাতাগুলি ভরে যেত
                            থোকা অনুরাগ,
                মাদল গাইত সেই দুর্বিনীত দিন
              রৌদ্র এসে বলে যেত ভাসমান স্রোত
               এই কারুকাজ ঘর জোয়ার প্লাবন
               আর মৎস্য উৎসব নি:শব্দের পাড়ে
                রাখা ছিল দিনান্তের পরিচিত স্বর
         চেনানো হলোনা বলে, জানানো গেলোনা বলে                  
                কথারা নৈ:শব্দ হল,কাব্যময়...                
                      আঁধারের বাসর স্থাপণ,
        তোমায় স্থাপত্য দেবে বলে দূরে গেল ক্লান্ত বাতাস
                   মুছে গেল সহস্র শিলালিপি
            ভাস্কর্য্য জুড়ে অযাচিত স্বর ব্যঙ্গ হয়ে আছে
                রাতের আকাশ নীল ঘোর তমসায়
                           এই তো সময়..
                এস আমায় গভীর করে নেবার ..
                 অখন্ড নৈ:শব্দের চর্চিত বাসর..
                               আমার ।