দিনান্তের সভ্যতা ভাবছে কি?
ওভাবে ছড়িয়ে থেকো না অলি-গলি
দেখছো না সারা জল উঠে এল
আসবাব, দেরাজের গায়ে
কত আর নুলিয়ানা হবে? শেষমেশ
আমরা তলাবো বুঝি অথৈ সাগরে ?
সারাটা যাপন গেল হাতে চৈত্র রেখে
কিলবিল শাখায় উৎসব
গৃহ , ঘর , বাড়ি
অজানাই রয়ে গেল নিভৃত উঠোনে
কিছুকাল চেনা যাতায়াত ।
ওভাবে এসো না নগ্নতা
আমার ঘামের বোনা চিরঘর বহ্নি হয়ে গেছে
পেন্ডুলামের প্রহরী আমি
স্থিরীকৃত হব কষে আছি থামিয়ে রাখতে
দেখছো না কোনভাবে দুলছে না
থামিয়ে দিয়েছি ঘন্টা , মিনিট আর মুহূর্তের কাটা
তোমারও আগে কাটাছেড়া জোড়া ছিল..
জুড়েছিল প্রভাতী হাতেরা,
শুধু গৃহ , ঘর , বাড়ী
ওভাবে এস না নগ্নতা কাছাকাছি
আমি আর ঘর জলকেলি জোয়ার ভাটায়
যে কোন সময় বন্যা হয়ে যাবে।