বহুক্ষণ থামিয়েছি জ্বলন্ত স্বভাব
   ঝিম ধরা একগুয়ে ক্ষত
সোনালী ফ্রেমের বৃত্তে রোসনাই ধোঁওয়া
আমি আর আমার অবসর।
  বসতির স্পৃহা আনাচে কানাচে
  নিতান্ত আটপেরে....
  সমাজ নামায় ভ্রান্তি খোঁজে..
  অপলক গোয়েন্দা মানুষ
  ঘুরে ফিরে নিমিত্ত সৈনিক
  রাঙা মন নিকষ শ্রাবণ থেকে
   জেগে থাকে ঘুমন্ত আকাল,
গতি চলে আপন খেয়ালে
পাওয়া না পাওয়ার জোড়া তালি
ঘুমঘোরে উঠে যায় শিশু
প্রবল জ্বরের বিকার...।
মশকরা গ্রামজুড়ে কোন্দল ব্যপ্ত হয়ে যায়
জানলা,কবাট খোলে প্রভাতীর তৃপ্ত আলাপ
একগুঁয়ে সৈনিক জামা,শ্যুয়ে কফিন সাজায়
ফের, জ্বলে ধোঁওয়ার চিবুক
ঝিম ধরা বুক তাপের প্রদাহে....
আমি সাথে আর নিমিত্ত জীবন....
ওঠা,বসা,রমণ, স্বেদন।