শোন্, এই আগাছা শরীরে
বিভাজিত হয়ে গেছে জল, সেই কবে...
হৃদয়গুলো শিকড়বিহীন ছড়ানো ছেটানো
তোরও তন্ত্রীবিহীন অাধভাঙা প্রতিদ্ধনী আর
খোলাম চুড়ির ঝনঝনি অহরহ বেজে যায়...
কে যেন বাজায় , উদাসীন পড়শীর একটানা অবসাদ
ভর করে ফেরীওলা বাঁশীটার মেঠোসুর,
কারা যেন চিরকাল প্রবাদ বানায়
উঠে আসে নোনাধরা অর্ধ চিবুক
ঘ্রাণ নেয় আবাদের আঁধারিত সুপ্ত ফসল
চতুর্দিক তুই, ঘোরে ফেরে প্রলয়ের কাল আর-
আমি চলে যাই সাথে লিপস্টিক, জরির আসর।


ঘোমটার নাম থেকে রাহাজানি, অবশিষ্ট এর ওর-
উচ্ছিষ্টের পাতে জন্ম নেয় আগাছা শরীর,
অনেকের মাঝে যারা আসে যায় তারা
মাছ মাছ উৎসাহে মৃদু জলে পাখনা ভাসায়।
অগভীর গুল্ম অার জলজ জীবন
গভীরের অতল বাসরে পুণর্বাসন পায়..।
দু'পাখায় ভর করে রঙীন বাতাস
অন্য জীবন এক অন্যরকম,
অাসলে আকাল আর মাটিদের বিক্ষিপ্ত অসুখ
আমাদের মহড়া ডেকেছে
ভাঙাসুখে বাজি রেখে চিবুক ভেঙেছে,
আর নির্দিধায় শ্লোগানে বলেছে
"আমি জরাথ্রুষ্ট সূত্রে বর্তমান"
আড়দৃষ্টে কটাক্ষে চেয়ে....
মেঘবাড়ী আকাশ কিনারে  উচ্চস্বরে প্রতিদিন
দেখিস কি প্রণয় ভ্রমন" ?
কোনক্রমে চোখ মেলে পরমায়ু মন
আমি বলি ঘোমটারা মাথার অলস ফেরা
দুর্বিনীত ইচ্ছে ঘরের চৌকাঠ ভাঙ্
মেলে ধর্ কিনারের মেঘের আঁচল
জড়ানো শব্দেরা মেলে দিলে অবাধ আশ্রয়
একদিন ঠিক্ প্রস্রবন হবি.....ক্রমাগত বিভাজন শেষে
তুইও এক জরাথ্রুষ্ট নদী।