ঝড় উঠেছে তুফান তোলে বিজন মনের ঘর
সামাল মাঝি মাঝ দরিয়ায় ভাসছি তেপান্তর
উথলে উঠে প্রাচীন কথা প্রথম আবিষ্কার
অথৈ মাঝে প্রবল প্লাবন কঠিন রুপান্তর।


প্রথম দেখা আলাপ প্রথম মৃদু সলাজ ঢেউ
গোপন ঘরের প্রথম দুয়ার ভাঙল যেন কেউ,
মেঘের ঘরে নোঙর ফেলে খুঁজছে আপন পর
জলের খেলায় বাড়িয়ে মাতন অচিন পরস্পর।


খঁসছে আচল ভাঙছে আগল প্রলাপ পরিচয়
সামাল মাঝি গাঙের জোয়ার মানুষ অপচ্য়
হেইয়ো মাঝি বৈঠাতে টান আঁচল টেনে ধর্
ঘরের আগল উদোম প্রবল লজ্জা পারাবার।


মাঝ দরিয়া আমার প্রাণের লক্ষ হাজার রোষ
খেই হারিয়ে গর্জনে তার লক্ষ অাফসোস।
দেখছে যা তার বলছে বেশী প্রেমের অপলাপ
ঝড়ের মুখে রাখছে আবার পুরানো সংলাপ।