মেট্রোর সাবওয়ে পথে, চিলতে জমিতে
ছড়িয়ে সমস্ত সংসার,
শহরের অন্ধ সমাজ বিপন্নতার, ছিন্নমূল পরিচয়।
নোংরা কাপড় পুটুলি,অন্য সরঞ্জাম
ভাঙা থালা গ্লাসে খাদ্যসংস্থাণ-
কারুর জানার কথা নয় কোনদিনও কবে
ওর কোন সংসার ছিল কি না
ছেলে-পুলে স্বামী ?
গলার লকেটে একটি কিশোর মুখ-
ময়লা কাপড়ে, বেরঙীণ যার সবটুক.
বুকের নিবিড় তাপে কি এক করুণ সুর।
কোনকালে কবে কোন্ ব্যাধির কবলে
ছিন্নমূল ধ্বস্ত পীড়ায়-
মেট্রোর সাবওয়ে পথে--
থেমে গেছে তার স্থবির পরিচয়
অনাগত ভীড়ে বিছিয়ে সম্মতি-
পেয়েছে সে নব পরিচয়।