হৃদয়ে মরুঝড়
    স্থবির,অচল .. নৈবেদ্য অভিজ্ঞান নেই
সব পথ ঘিরে অাছে বৈষম্যের ফাঁদ
অক্টোপাশের ক্রুঢ় হাত গোত্রহীন এলিট ব্রেকার
সুনামের পিছে তীব্র অাঁচড়:
মনোক্সাইড ঝাঁঝরা জনতায়-
অগনিত দয়াময় মুখ খস্ খস্ প্রেস.....।
ক্রুসেডের পরিণতি জেনে
সাময়িক পোস্টার হলো:
গ্যলিলিও,সক্রেটিস,সফদার,শরৎ
অত:পর তসলিম.....
বড় শান্তির প্রার্থণা এলো-
বলেছিল, " সব সূত্র জীবনের "
পরিত্রাণের ভাষা সব....  
মিশে গেল আবর্তনে অথৈ প্রথায়
দ্বৈপায়নের বেশী উপাদান হৃদয়করণে
আঁকাশী উচ্চতায় অাজ....
জেনে রাখো সময়টা মেনে নেয়-
অারাধ্য মন, তার সংজ্ঞা প্রধান মেজরিটি ভোট-


নেই কার ডলারের নৈবেদ্য সংকেত?
কে চায় দু'দন্ড নামচা মগজ ?
মাটি খুড়ে কলস মোহর,
এক্কেবারে সমুখের সারি?
বিদগ্ধ মগজ কার....?
জবরদস্ত দৌড় মরকের স্তূপ ঠেলে
প্রত্যাশিত খরতোজা এসেছে কে অবকাশ ?  
রেডলাইট ভঙ্গিমা অর্বাচীন বলে
কারফিউ হোমে রুদ্ধ হল কার সংলাপ?