হাতের মুঠোয় দরদ ছিল
যেই খুলেছি পগারপার
টান পড়েছে উজার হৃদয়
আমরা সবাই পরস্পর।


সরষে ফুলে পরাগ লেগে
যখন দু'চোখ ঝলসে যায়
উথলে মায়া প্রকার খোঁজে
পাগল পনার দোহাই চায়।


হাতটা থাকে আলগা সোহাগ
অন্যটি ধায় আরেক দিক্
জোয়ার নদীর সব কিনারে
প্রেম মানুষের অন্য রূপ ।


দূর থেকে চোখ পালিশ দেখে
আড়াল মেলে ভিন্নতা'য়
সমুখ যে তার তফাৎ জুড়ে
চোখ খুলে দেয় সংজ্ঞাটায়।


জোয়ার এল ভাঁটা এল
ছয় বরণের মাতন্ চায়
চড়ায় জাগে মেঘ'না ছবি
হাত খুলেছি মুঠোয় যেই।