আমার বসতির কাছে কিছু অধ্যায়
   ডার্লিং, এ কি খুব বেশী চাওয়া ছিল ?
একসাথে হাঁটা পথ কিছুটা নক্ষত্র লেনদেন
   ছাতিমের ছায়া ধরে বনবন্ লাট্টুর গতি,
       আর খড়কুটো জীবন প্রাসঙ্গিক.....


   একটা দ্বীপ ছিল ডিঙি যার খুব শৌখিন
   কিছু আল্পনা কাঁচ ছিল আতসের মতো
  দিনলিপী খেলে যেত রোদ তার সখ্যতা নিলে..
রামধনু রং মাখা গল্পের মাদকতা ছিল আশ্চর্য্য...


           নিভে গেল জন্মান্তর বাতি,
           বসে আছি পেড়েকের তলে
             জন্ম লগ্নে রোদের শত্রুতা
             ছন্নছাড়া সেই চাওয়া পাওয়া...
              আমি,গাছ,মানুষের ছায়া..
             কে আমি? আমারই বা কে?


       কোন প্রচ্ছায়া নেই ডার্লিং যদি বল
      আকাশের তলে শুধু আকাশের তলে......
       অবিশ্রাম নিষিক্তের চেয়ে থাকা সুখ...
        গান মানে," ওগো নিরূপমা..............."।