জাগরণ নাকি বিভ্রম নাকি অনিষ্টসাধন ??
    রাতভর কি এক অপচ্ছায়া
অর্ধেক ইশারায়, ইঙ্গিতে চেহারায়
      স-শরীর হতে হতে মিলে যায়
কথা তার ক্ষয়ে যায় কোথায় উচ্চতা ?
     ভেঙে যায় কোষ মাথা,বিচূর্ণ সভ্যতা
কে সে? সে কে? অামার মতিভ্রম ?
কত তার অধিকার? পরিমাপ কত?
ঝেড়ে ঝড় ছায়া তার বড় হয় ক্রমাগত,ক্রমাগত
মুখ তার অজস্র ঘূর্ণির ডালপালা, বিবর্তন চায়
না কি অনিষ্টসাধন বলে গেছে ছক্ কেটে
দেবতার অপভ্রংশ রুপ, অনেকটা শূণ্যের মতো
ঘরে তার মরাদের খুলি অার ভস্মের ঢিবি.....


এসেছিল ঝড় হয়ে যেন কার মতো
অচেনা সে ফেলে যাওয়া অতীতের কাছে
চেয়েছে উদ্ধার, ভুল করি ভেবে নিই
মানুষের মতো, প্রচ্ছায়া স্ফীত হয়-
বেগতিক, রুপ ধরে দাঁত,নখ,মুখ তার-
নেকড়ের,বিষধর, দংশন ভেঙে যায় মায়া মোহ-
কতগুলি দংশন শুধু লালা জিভ নখ,দাঁত
হাড়-গোড় খুলি মাথা ,লকলকে লোভ গুলো-
ছেড়ে যায় মানুষের বেশ-বাস ,কিছু তার নেই -
দিতে চায় একরাশ প্রচ্ছায়া সুখ যত বলি-
মানুষ আমি ছাড়েনা সে কোনমতে-
বলে, আমরা মতিভ্রম, কোষহীন মৃতের শরীর...........