পড়ে আছি নৈ:শ্যব্দের তলে
  স্থিতু কথা হিম হতে হতে
ছেয়ে গেছে নিদ্রায়......ভাবনায়
আর আমি ঘ্রাণ নিচ্ছি বনস্পতির ।


  অদ্ভুত নৈ:শ্যব্দ.......
অথচ পাড় ভাঙার আওয়াজ
  কোথাও তোলপাড় ঢেউ
ভেঙে যাচ্ছে বোধাবোধ বিশ্বাস
চেপে যাচ্ছি তোমার জন্যই আমার অভিযান।


অনেকক্ষণ শেষ হয়ে গেছে বোঝাপড়া
     আজ তুমি বিপরীত
কোথাও রেখেছিলে গোপন পরিচয়
তদন্তে প্রমাণ প্রতারক,
অথচ....
    জ্বলন্ত হৃৎপিন্ডের কোষে
    দেখেছিলাম টুকরো হৃদয়।


চলে যাচ্ছি উর্দ্ধে রাতারাতি ডাক এল
কিছুদিন স্বর্গীয় সুখ মেখে নেব
বিচ্ছিন্ন হয়ে অাছি.....বৈপরীত্যে
দেখলে না বলে মরচের সাজগোজ
এবার প্রগলভ্ হবো.....
চোখ রাখবো গভীর কারো চোখে।